ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৭

২৫ নভেম্বর, ২০২৪ ০৩:০৭  

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তেজগাঁও এলাকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার রাতে সংঘর্ষে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়ার খবর পাওয়া গেছে।

এরা হলেন-  ফাহাদ (১৯), খালেদ (১৯), ইমন (২০), ইমরান (২০), নাদিম (২০), তপু (২০), রাকিব (২০), মো. মিঠুন (২১), মেহেদি (২১), ইমন (২২), প্রবাল (২২), তৌফিক (২২), সোহান (২২), আমিন (২২), নাহিদ (২৩), রমজান (২৩), ইমন (২৪), আনান (২৫), রিফাত বিশ্বাস (২৫), রুদ্র (২৬), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), পার্থ (২৮), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮) ও শিশির (২৮)। তবে কে কোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ডিপার্টমেন্টের শিক্ষার্থী তা তাৎক্ষণিক জানা যায়নি।

আহতদের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি।”

ডিএমপির শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার রব্বানী হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ-সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

এর আগে রোববার রাত ১০টার পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত আড়াইটা দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল।

স্থানীয়রাজানান, রাত সাড়ে ১২টার দিকেও বেগুনবাড়ী পোস্ট অফিস থেকে লাভ রোড পর্যন্ত যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের হাতে ছিলো লাঠিসোটা। সংঘর্ষের সময় প্রথমে পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়নি। পুলিশ কিছুটা পিছু হটে। পরে সেনাবাহিনী যায় সেখানে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। রাত ১০টার দিকে তেজগাঁওয়ের বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে ১ ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন।